মন্তব্য প্রতিবেদন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রায়ই তার পরম বন্ধু বলে বেশ গৌরবের সঙ্গে প্রচার করে থাকেন। ভিন্ন দেশের এ দুই রাজনীতিবিদের প্রগাঢ় বন্ধুত্বের মূল সূত্র হলো মুসলমানদের প্রতি তাদের তীব্র ঘৃণা। বর্তমান বিশ্বে ইসলামোফোবিয়ায় আক্রান্ত শীর্ষ দুটি
আমরা স্কাইপ কেলেঙ্কারি বের করলাম— বাংলাদেশে এ পর্যন্ত যত ইনভেস্টিগেশন নিউজ হয়েছে তার মধ্যে অন্যতম ছিল এটা। এখন যেটা ডিজিটাল আইন, সেটা শুরু হয় আইসিটি অ্যাক্ট থেকে। আমি এবং আমার দেশ ছিলাম সেটার প্রথম আসামি। আমি বন্দি জীবন যাপন শুরু করলাম অফিসের ভেতরে। দীর্ঘ চার মাস বন্দি জীবন পার করলাম।
হাসিনার বিচার ব্যবস্থা নিয়ে আমার দেশ সম্পাদক বলেন, ২০১০ সালে আমরা বুঝতে পারলাম, বাংলাদেশের জুডিশিয়ারি শেখ হাসিনার তদবির বাহনের ভূমিকা পালন করছে। দেশের সুপ্রিম কোর্টসহ সবাই একই কাজে জড়িত। তারা রায় দিচ্ছে —‘শেখ হাসিনা দেখতে সুন্দরী।’ তখন আরেকটি চ্যালেঞ্জের মুখে পড়লাম— এটার বিরুদ্ধে আমি লিখব কিনা।
মন্তব্য প্রতিবেদন
আশা করি সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওয়াজ মাহফিলের ইসলামি বক্তারা এখন থেকে তাদের দায়িত্ব সম্পর্কে অধিকতর সচেতন হবেন। আলেমরা অন্তত চটকদার কথা বলে সস্তা জনপ্রিয়তা অর্জন, অথবা ‘ভিউ’ বাড়ানোর ব্যবসার পেছনে দৌড়াবেন না।